হাফিজুল ইসলাম চৌধুরী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি দিবস বর্ণিল আয়োজনে পালন করেছে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২০ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন সদর ও দুর্গম সীমান্ত এলাকার বিওপি গুলোতে ব্যাপক আলোকসজ্জ্বা করা হয়। দুপুরে ব্যাটালিয়ন সদরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিজিবি সৈনিকদের সম্মানে হয়েছে প্রীতিভোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম বলেন- গৌরবগাঁথা, সুশৃঙ্খল এবং ঐতিহ্যমন্ডিত ২২৭ বছরের একটি ঐতিহ্যবাহী বাহিনী যার নাম বর্ডার গার্ড বাংলাদেশ। ১৭৫৭ সালে রামগড়ে এ বাহিনীর গোড়াপত্তন।
১১ বিজিবির প্রতিটি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে তাদের কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, সীমান্তে সন্ত্রাস প্রতিরোধে বিজিবি অপারেশন কার্যক্রম ছাড়াও বেসামরিক প্রশাসনকে সহায়তা ও দূর্গম এলাকায় পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে সম্প্রীতি বন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে ১১ বিজিবির উপঅধিনায়ক মেজর মন্জুরুল কবির, ক্যাপ্টেন রাফি-উস-হাসান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমেন শর্মা, থানার ওসি টান্টু সাহা, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, রেঞ্জ কর্মকর্তা মনজুরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, জয়নাল আবেদীন টুক্কু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: বিজিবি দিবস ২০২২ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক ফজরের নামাজের পর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়, ইউনিট কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, বিজিবি দিবস-২০২২ উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ প্রদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দরবার (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে), বিশেষ প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।