হাফিজুল ইসলাম চৌধুরী:
নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেছেন সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ। তারা জাতিকে জাগ্রত করে। আর সরকার ও প্রশাসনের সহায়ক শক্তি। এ ছাড়া জনগনের কল্যান তাদের প্রধান লক্ষ্য।তাই তাদের প্রতি সবার সুনজর থাকে।
বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও ও প্রেসক্লাব সদস্যদের মধ্যকার মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নবাগত ইউএনও।
তিনি আরো বলেন,নাইক্ষংছড়ি উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি । তিনি আরোও বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন স্বরূপ। নাইক্ষংছড়ি একটি আদর্শ এলাকা।এই এলাকার অনেক সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে সকলের একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন,নাইক্ষ্যংছড়ির পরিবেশ-প্রতিবেশ জেনেই এখানে এসেছেন তিনি । সাংবাদিকরা সহায়ক শক্তি হিসেবে আছেন- থাকবেন এ তার প্রত্যাশা । তারা প্রশাসনের চোক,কান ও চোখের মতো।
তিনিশিক্ষা,শিক্ষক,যোগাযোগ,চিকিৎসা,সীমান্ত পরিস্থিতি,পরিবেশ ও সমাজসেবক সহ সব বিষয়ে উন্নয়নের আগ্রহের কথা ব্যক্ত করে বলেন,তিনি সরকারের একজন নগন্য প্রতিনিধি হিসেবে
এ সবের সমস্যা-সম্ভবনা ও উত্তরণের বিষয়ে তার সব মেধা প্রয়োগ করবেন।
জবাবে সাংবাদিকরা তার এ কাজে আন্তরিকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকরা বলেন,তারা আগে ও ছিলেন এখনও থাকবেন।
সভায় বক্তব্য রাখেন, নাইক্ষংছড়ি উপজেলার সহকারী কমিনার (ভুমি) শামসুদ্দিন মো: রেজা, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আজাদী, পার্বত্য নিউজ ও দৈনিক কক্সবাজার প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গুর নাইক্ষংছড়ি প্রতিনিধি আব্দুল হামিদ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক, দৈনিক মানবজমিন ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক যুগান্তর ও দৈনিক সুপ্রভাত, দৈনিক বাঁকখালী পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেপাক ও সাঙ্গু প্রতিনিধি ইফসান খাঁন ইমন, সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর,
প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের পাতা, দৈনিক চট্টগ্রাম মঞ্চের, নাইক্ষংছড়ি প্রতিনিধি, জয়নাল আবেদ্দীন টুক্কু, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ, মাল্টিমিডিয়া চ্যানেল টিটিএন এবং দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য দৈনিক মানব কন্ঠ, প্রিয় চট্টগ্রাম ও বাঁকখালী পত্রিকার প্রতিনিধি আব্দুর রশিদ, প্রেসক্লাবের সদস্য দৈনিক আমাদের সময় ও দৈনিক একাত্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শাহীন, সদস্য জাতিয় দৈনিক দেশবাংলা ও ইনানী পত্রিকার প্রতিনিধি মো. ইউনুছ, সদস্য ও ভোরের ডাক প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, সদস্য ও দৈনিক বাংলাদেশ সমচার ও নতুন বাংলাদেশ প্রতিনিধি সানজিদা আক্তার রুনা প্রমুখ।
সভা শেষে নাইক্ষংছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও রোমেন শর্মাকে ফুল দিয়ে বরণ করা হয়।