আবুল কাসেম,কুতুবদিয়া :
সমুদ্র উপকূলীয় এলাকায় সমুদ্রের লবনাক্ত পানি দিয়ে লবন উৎপাদনের বিষয়টি সকলেরই জানা, তবে এবার সমুদ্রের লবনাক্ত পানির বদলে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন করছে চাষীরা। শুনতে অবাক করার মতো হলেও নলকূপের পানি দিয়েই লবণ উৎপাদন হচ্ছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়।
গেলো বছর থেকে চাষীরা মাটির নিচে ১৮০ থেকে ২০০ ফুট গভীরে পাইপ ব্যবহার করে নলকূপ বসিয়ে মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে লবণ উৎপাদন করছে। এতে বাড়তি লবণ উৎপাদন হচ্ছে তাদের।
লবণ চাষীরা জানান, নলকূপের পানি দিয়ে বেশি লবণ উৎপাদন হচ্ছে। জ্বালানী তেলে ব্যয় বেশি হলেও লবণ উৎপাদন বেশি হওয়ায় তারা এ পদ্ধতিই ব্যবহারে বেশি আগ্রহী।
লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন জানান সাগরের পানি দিয়ে যেখানে প্রতি কানিতে ৩০০ মণ লবণ উৎপাদন হতো সেখানে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন হচ্ছে ৪০০ মণ। নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হওয়ায় লবণ চাষীরা এ পদ্ধতিতে ঝুঁকছে।
চলতি মৌসুমে লবণের ভালো বাজার ধর থাকায় খুশি চাষীরা। তবে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় কমাতে সরকারের প্রণোদনা আশা করছেন তারা।