ডেস্ক রিপোর্টঃ
পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার সামাজিক সংগঠন ধর্ম ও মানব কল্যাণ সংঘের ০৮ম তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১৫ এপ্রিল) পূর্ব লাইট হাউস ফাতেরঘোনার আল-ফালাহ জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
ইফতার মাহফিলে উক্ত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জনাব সাইফুল ইসলাম জানান ধর্ম ও মানব কল্যাণ সংগঠন ২০১২ সাল হইতে সাধ্যমতো সমাজে ধর্ম ও মানবিক কাজে ভূমিকা পালন করে এসেছে এবং সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে ও সর্বদা সমাজ ও মানবতার কাজ করে যাবে ইনশাআল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামীম , ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম এ মনজুর , ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব শাহেদ আলী সাহেদ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি জনাব আবুল কাশেম সহ আরো অনেকেই।
পরে দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল-ফালাহ জামে মসজিদের খতীব জনাব মুফতি ইমরান উদ্দিন ।