নিজস্ব প্রতিবেদক : ‘দেশ মাতৃকাকে যেকোন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। যে কোন প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে।’
কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনে ‘আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর ‘ পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গেলো ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া ৫ দিনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এতে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ (ছয়) স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ১০ পদাতিক ডিভিশনের সৈনিক গোলাম রব্বানী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে শ্রেষ্ঠ দলসমূহ মহড়া প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।