শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :
বিএনপি জামাত অতি শিগগিরই হারিয়ে যাবে, তাদের প্রলাপ এখন মানুষ বুঝে গেছে। ২০০৮ সালের সালের জাতীয় নির্বাচনে ৩০টি আসন পাওয়ার পর থেকে চরম হতাশায় ভোগছে দলটির নেতাকর্মীরা৷ ১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করে নিজেদের অস্তিত্ব না থাকার প্রমাণ দিয়েছে। ১৮ সালের নির্বাচনে বিএনপির মুখ্য নেতা বিদেশে বসে নিজেদের নেতাদের সাথে প্রতারণার মাধ্যমে মনোনয়ন বানিজ্য করে নির্বাচনী মাঠ নামিয়ে দিয়েছিল, ঐ নির্বাচনে অংশ নিয়ে মাত্র কয়েকটি আসন পেয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি। উপরোক্ত কথা গুলো বলছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন৷
১৮ নভেম্বর বিকেলে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবু তালেবের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহ মহিদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবদু সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কানিজ ফাতেমা, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, ফোরকান আহমদ প্রমুখ৷
প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরো বলেন, করোনা মহামারী পরিস্থিতি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় বিএনপি পাগলের মতো প্রলাপ করেছিল দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশ আরো সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বিএনপি জামাতের একটি মাত্র স্বপ্ন দেশ ধ্বংস হোক, দেশ ধ্বংস হলে তাদের কি আসে যায়। তারা তো দেশপ্রেমিক হতে পারেনি এখনো৷ তিনি এক পর্যায়ে বিএনপি জামাতের হতাশার কথা তুলে ধরে বলেন, তাদের অন্তরে হতাশা ছাড়া কিছু নেই৷ খুব শিগগিরই তারা হতাশার সাগরে ডুবে যাবে বলে মন্তব্য করেন তিনি৷
উক্ত সম্মেলনে কেন্দ্র, জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৭ টার দিকে শুরু হয়েছে। উক্ত সম্মেলন কাউন্সিলে ২ জন সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।