কাব্য সৌরভ:
দীর্ঘ ৬ বছর পর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি। মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ সংলগ্ন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র।
সূত্র জানায়, ইতিমধ্যে মহেশখালীর সকল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। এতে আনোয়ার পাশা চৌধুরী কে সভাপতি ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক কে সাধারণ সম্পাদক করা হয়। এবারে তৃণমূলে একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম শোনা গেলেও পূর্বের কমিটি পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশী বলে মত দিয়েছেন একাধিল তৃণমূলের নেতাকর্মীরা।