রামু প্রতিনিধি:
বাঁকখালী নদী’র বুকে দীর্ঘ ১০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙানো ছোটন বড়ুয়া’র ছোট ভাই রুটন বড়ুয়া নিলয় এবার নিজেদের বাড়ির ৫০ফুট দীর্ঘ টিনের সীমানা প্রাচীরজুড়ে আর্জেন্টিনার পতাকা আঁকিয়েছেন।
কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে বাঁকখালী নদীর তীরেই রুটন বড়ুয়া নিলয়ের বাড়ি। একই পরিবারের দুই ভাই দুই দলের সমর্থক আর এনিয়ে এলাকায় চলছে নানান আলোচনা।
নিজেদের বাড়ির সীমানা প্রাচীরজুড়ে আর্জেন্টিনার পতাকা আঁকার বিষয়ে রুটন বড়ুয়া নিলয় বলেন, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। ছোটকাল থেকে আমাদের হৃদয়ে আর্জেন্টিনা আছে এবং থাকবে। দলের প্রতি ভালোবাসা থেকেই আর্জেন্টিনার পতাকা আঁকিয়েছি।
এদিকে রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে এমন বিশ্বকাপ জ্বরে কাঁপুনি নিয়ে উদ্বেলিত হয়েছে উপজেলার মানুষ। রুটন বড়ুয়া নিলয় নিজ ফেসবুক প্রোফাইলে সীমানা প্রাচীরে আর্জেন্টিনার পতাকা আঁকা ছবিটি পোস্ট করার পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টাইন সমর্থকেরা এটি শেয়ার ও কমেন্টস করছে।