সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া
ঈদ উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেশের সর্বপ্রথম ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে।
মঙ্গলবার (১২)জুলাই সকাল থেকে দেশের নানা প্রান্তরের পর্যটকরা ডুলাহাজারার পার্কে ভিড় করে। করোনার ধাক্কা কাটিয়ে ভ্রমণ পিয়াসু মানুষগুলো ঘুরতে পেরে উচ্ছ্বাসিত হতে দেখা গেছে।
নতুন পোশাকে শিশু-কিশোর, তরুণ-তরুণী নারী-পুরুষ সকলেই ঈদ আনন্দে মেতেছেন।এসব দর্শনার্থীরা প্রকৃতি এবং বেষ্টনীতে থাকা,বাঘ সিংহ,হরিণ,সহ নানা প্রজাতির প্রাণী দেখে সন্তুষ্ট। এদিকে পার্কের ভিতরে প্রবেশ করতে প্রত্যাক দর্শনার্থীদের দিতে হবে ৫০ টাকা।
পার্ক কর্তৃপক্ষ ভিতরে রেখেছে গাড়ির ব্যবস্থা। অনেকেই এসব গাড়ি ও হাতির পিঠে চড়ে আলাদা সময় সৌন্দর্য উপভোগ করে সময় কাটিয়েছেন। এছাড়াও পার্কে বাহিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সাথে ছবি তুলে খুশিমনে বাড়ি ফিরছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান,চলমান ১শ ২৬ কোটি টাকার উন্নয়ন কাজ ১০০% শেষ হলে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক হবে এশিয়ার একটি শীর্ষ দর্শনীয় স্পর্ট।বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক দর্শনীয় ভরপূর থাকবে।