ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের উখিয়া জালিয়াপালং মোহাম্মদ শফির বিল এলাকায় জমি দখলে নিতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার একদল সন্ত্রাসী ও দখলবাজচক্রের বিরুদ্ধে।
মেরিন ড্রাইভের পাশে জমি, তাই মূল্য বেড়ে যাওয়ায় নজরে পড়েছে সন্ত্রাসী ও দখলবাজচক্রের এমনই অভিযোগ করে ভুক্তভোগীরা বনি আলম জানিয়েছেন গেলো ২ নভেম্বর জমি দখলে নিতে হামলা ও মারধর করে। ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা ও উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে শনিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বনি আলমের ছেলে।
এই চক্রের বিরুদ্ধে পুলিশের কোন ভুমিকা নেই উল্লেখ করে বনি আলম বলেন,ইতোমধ্যে জামিনে বেরিয়ে আসামিরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে ঘটনাস্থলে। এই জায়গা দখল করে বিক্রি করে দেয়ার পায়তারা করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বনি আলম।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী বনি আলম।