মোহাম্মদ নোমান, টেকনাফ:
টেকনাফের হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার চার কৃষক অপহরণের তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি এখনো, ২৫ লাখ টাকা মুক্তিপন দাবি করেছেন অপহরনকারীরা।
শনিবার (৭ জানুয়ারি) মধ্যেরাতে হ্নীলার লেচুয়াপ্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন অপহৃতদের স্বজনরা।
অপহৃতরা হলেন- লেচুয়াপ্রাং এলাকার আবুল হোছনের ছেলে আব্দুস সালাম, ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম। তারা কৃষি কাজ করে জীবিকা চালান বলে জানা যায়।
পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক মাহমুদ রনি জানান, গত পরশু চারজন কৃষক অপহরণ হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন অপহৃত ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি, তাদের উদ্ধার করতে যৌথ অভিযানের প্রয়োজন, ডাকাতদলের সাথে স্থানীয়দের যোগসাজোস রয়েছে, ডাকতরা শুধু অপহরণ নয় পাহাড়ে হরিণ শিকারসহ নানা অপকর্ম করছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, অপহৃত কৃষকরা হাতির আক্রমণে থেকে ভুট্টা ক্ষেতকে বাঁচাতে রাতে তারা পাহাড়ে অবস্থান করেছিল, এবং তাদেরকে ওইদিন রাতে অপহরণ করা হয়, ডাকাতরা ২৫ লাখ টাকা মুক্তিপণের দাবি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ তাদেরকে যেন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।