প্রেস বিজ্ঞপ্তি :
৩ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কক্সবাজার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদ। জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তনয় দাশ সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ জয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক বাবলু দে, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক রুবেল দাশ সাবেক ছাত্র নেতা শুভজিৎ রুদ্র প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ক্লোরিন চাকমা, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রতুল বড়ুয়া কাব্য, রেফায়েত উল্লাহ রোহান, নিলয়, মোহাইমিন উল্লাহ রানিম সহ শহর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা- “শিক্ষাকে পণ্যে পরিণত করার পায়তারার বিরুদ্ধে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সকলকে অনতিবিলম্বে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ, শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে সরে আসার আহবান জানিয়ে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জোর দাবি রাখেন। এছাড়াও তিন দফা দাবি যথাক্রমে- শিক্ষা উপকরণের মূল্য কমানো, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা, শিক্ষায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। এছাড়াও সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান পরিস্কার করে দ্রুত সমাধানের হুশিয়ারি দেন।