নিজস্ব প্রতিবেদক :
মামা ও মামার বন্ধুরা মিলে তারেক রহমানকে আটক করে থেরাপী দিয়েছিল বলে দাবী করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, তারেক রহমান মায়ের ক্ষমতা ব্যবহার করে আপনজনদের উপরও অত্যাচার করেছিল। শেখ হাসিনাকে বোমা মেরে খুন করতে চেয়েছিল। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। এমন একজন উন্মাদের নেতৃত্বে চলছে বিএনপি। তারাও আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার।
বুধবার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য জাফর আলম।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।