তানভীর শিপু:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের আগ্রহের পাশাপাশি কারা আসছেন জেলার নেতৃত্বে এ নিয়ে চলছে নানান হিসেব নিকেশ।
অনেকেই বলছেন বর্তমান কমিটিই পুনর্বহাল হচ্ছে। এ নিয়ে কথা হয় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সাথে। ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব নির্ভর করছে কাউন্সিলরদের উপর।
এছাড়াও দলে এখন প্রায় ২০ জনের অধিক সভাপতি হওয়ার মতো যোগ্য লোক রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক, তা অশুভ কিছু নয়।
এসময় তিনি নিজেকে একজন প্রার্থী হিসেবে দাবী করেন। এবং তার প্রতিন্দ্বন্দি প্রার্থী আছেন কি না এ প্রসঙ্গে তিনি বলেন দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে।
অন্যদিকে বিগত সম্মেলনের সভাপতি প্রার্থী জাফর আলম এমপি এবারও কি প্রার্থী হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে প্রার্থী হবেন তবে দলের হাই কমান্ডের নির্দেশনা যদি থাকে তার বাইরে যাবেন না।
শেখ হাসিনা যদি সভাপতি দেন তাহলে সভাপতি হবেন, যদি সাধারণ সম্পাদক দেন তাহলে সাধারণ সম্পাদক হবেন মন্তব্য করে জাফর বলেন, “নেত্রী যদি ঝাড়ু দিতে বলেন তাহলে তাও দেবো”।
এদিকে জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, কাউন্সিল ও দল যেভাবে দায়িত্ব দিবে তা পালন করা হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
অন্যদিকে শেষ মুহুর্ত পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থীতা বজায় রাখার কথা জানান জেলার অপর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ।
তবে একটি সূত্র বলছে, এ সম্মেলনে সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান কে আবারো দায়িত্ব দেয়া হতে পারে। যদি একটি পদে পরিবর্তন আসে এবং এমপিদের দায়িত্ব প্রদান করা হয় সেক্ষেত্রে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক কিংবা সংসদ সদস্য জাফর আলম অন্তর্ভুক্ত হতে পারে।
অন্যদিকে এ সম্মেলনে সম্মানিত করা হতে পারে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীকে। তবে জেলার নয় কেন্দ্রীয় আওয়ামীগের প্রসিডিয়াম সদস্য করা হতে পারে মোস্তাক আহমেদ চৌধুরী কে, এমনই বলছে সূত্রটি।