নিজস্ব প্রতিবদেক:
কক্সবাজার বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ এর সুপার সিক্সের খেলায় সৈনিকের জোড়া গোলে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা কে তিন গোলের ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ক্লাব চকরিয়া।
খেলার ৪৪ মিনিটে সৈনিকের গোলে এগিয়ে যায় শেখ জামাল ক্লাব । পরে ৫৫ মিনিটে আরো একটি গোল করেন তিনি। দ্বিতীয়য়ার্ধের খেলায় ৫৬ মিনিটের মাথায় আইকের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।
ঢেমুশিয়া ক্রীড়া সংস্থার খেলোয়াড় এমেকা ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমায়। বাকী সময় ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা আর গোল করতে না পেরে ৩-১ গোলে জয় নিশ্চিত করে শেখ জামাল ক্লাব। এদিন ম্যাচে জয় পেয়ে খুশি শেখ জামালের খেলোয়াড়েরা।
বুধবার সুপার সিক্সের অপর খেলায় মুখোমুখি হবে খুরুশকুল ক্রীড়া সংস্থা বানাম মুক্তিযোদ্ধা ক্রীড়া সংস্থা চকরিয়া।
লীগের প্রথম রাউন্ডে ১৮ টি দল অংশ গ্রহণ করে, এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের সুপার সিক্সের খেলার যোগ্যতা অর্জন করে ৬ টি দল।