বিশেষ প্রতিনিধি : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছান।
বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ওয়াং ই এর এই সফরে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। সংশ্লিষ্ট সুত্র বলছে, মায়ানমারের ‘বন্ধু’ হিসেবে পরিচিত চীনের কাছে প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ সরকার।
বিশ্লেষকদেরও প্রত্যাশা এ বিষয়ে ত্রিপক্ষীয় উদ্যোগে গতি আনতে ভূমিকা রাখবে এবারের আলোচনা।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কয়েক বছর ধরে চেষ্টা করেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত।
এতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিচার গতি পেয়েছে। শুধু তাই নয়, জান্তা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে সম্প্রতি মিয়ানমার সফর করেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী।
জান্তা সরকারের সাথে বৈঠকে পাওয়া বার্তা নিয়েই ওয়াং ই বাংলাদেশে আসছেন বলে ধারণা সাবেক কূটনীতিকদের।
এদিকে সফরের প্রথম দিলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া নৈশভোজে অংশ নেবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা সফরকালে আগামীকাল রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন চীনা মন্ত্রী।
এর আগে, সকাল সাড়ে ৭টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসবেন তিনি।
এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। রোববার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন।