আবুল কাশেম:
ঢাকাস্থ কক্সবাজার সমিতির সম্মাননা পাচ্ছেন ৯ গুনীজন,চারজন বিশিষ্টজনকে আজীবন সম্মাননা ও স্বস্ব ক্ষেত্রে সফলতা অর্জন করায় পাঁচজনকে সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী ২৭ জানুয়ারি রাজধানীর পূর্বাচল মেরিন সিটিতে ‘কক্সবাজার সমিতির সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠানে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হবে।
গত ১৫ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত কক্সবাজার সমিতির নির্বাহী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তনুযায়ী এবার আজীবন সম্মাননা পাচ্ছে শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), বাংলাদেশের অন্যতম প্রধান অনুবাদক ও কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম জাফর আলম (মরণোত্তর), কক্সবাজার সমিতির প্রাক্তন সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম ও স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা, কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ফণীভূষণ শর্মাকে।
তাছাড়া স্বস্ব ক্ষেত্রে সফলতা অর্জন করায় কক্সবাজারের পাঁচজন কৃতি সন্তানকে সংবর্ধিত করা হবে। তারা হলেন-বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কক্সবাজার সমিতির সহ-সভাপতি মোমিনুর রশিদ আমিন (কাজল), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম, জাতীয় ক্রীড়া পুরস্কার (২০১৮) প্রাপ্ত সংগঠক (তায়কোয়ান্দো) মাহমুদুল ইসলাম রানা, সোশ্যাল ইসলামি ব্যাংকের এমডি জাফর আলম ও বাংলা চ্যানেল বিজয়ী মোঃ শহীদুল ইসলাম।
ঢাকাস্থ কক্সবাজার সমিতির পক্ষ হতে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘কক্সবাজার সমিতি সম্মাননা ২০২৩’ যা আজীবন সম্মাননা হিসেবে পরিচিত প্রদান করা হবে চারজন বিশিষ্ট জনকে।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন কক্সবাজার সমিতি, ঢাকা গুণিজন সম্মাননা ও তরুণদের অনুপ্রেরণা মূলক পুরস্কার প্রদান করে থাকে। এর আগে ২০২০ সালে চারজনকে আজীবন সম্মাননা ‘কক্সবাজার সমিতি সম্মাননা ২০২০’, ২০২১ সালে কক্সবাজারের তিনজন কৃতিসন্তানকে সংবর্ধনা স্মারক ও ২০২২ সালে আটজন তরুণ তরুণীকে ‘অদম্য তারুণ্য’ সম্মাননা প্রদান করেছিল।