বার্তা পরিবেশক:
কক্সবাজার সমিতি, ঢাকা’র সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী ২০২৩ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কক্সবাজার সমিতির নির্বাহী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তনুযায়ী কক্সবাজার সমিতির সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার পূর্বাচল মেরিন সিটিতে। উক্ত অনুষ্ঠানে ঢাকা বসবাসকারী কক্সবাজারবাসী সপরিবারে উপস্থিত থাকবেন।
কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় নির্বাহী সভায় সুবর্ণ জয়ন্তী আয়োজনের বিভিন্ন পরিকল্পনা আলোকপাত করা হয়।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ কক্সবাজার সমিতি মিলনমেলা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি ইতিমধ্যে গুণীজন সম্মাননা, “কক্সবাজার সমিতি পদক”, “অদম্য তারুণ্য” সহ বিভিন্ন সম্মাননা প্রদান করেছে।
এছাড়াও কক্সবাজার সমিতি বিভিন্ন দাতব্য সেবামূলক কর্মকান্ডে নিজেদে্র আত্ননিবেদিত করেছেন ইতিমধ্যে। এছাড়াও মিলনমেলা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি গুণীজন সম্মাননা, ‘কক্সবাজার সমিতি পদক’ প্রদান করে থাকে।
কক্সবাজার সমিতির প্রচার-প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতাশে জানুয়ারির সুবর্ণ জয়ন্তীতে কয়েক হাজার ঢাকাস্থ কক্সবাজারবাসী সপরিবারে উপস্থিত থাকবে। এই আয়োজনে থাকছে সকালের নাস্তা, সম্মাননা প্রদান , মেজবানি ভোজ , সাংস্কৃতিক অনুষ্ঠান ,শিশুদের প্রতিযোগিতা , খেলাধুলা , র্যাফেল ড্র , বিকেলের নাস্তা । এছাড়া জীবন সদস্যদের আইডি কার্ড ও স্যুভেনির (ম্যাগাজিন) প্রদান করা হবে।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের নিবন্ধন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা ও নিবন্ধনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৩।