সংবাদ বিজ্ঞপ্তি:
আজ রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে কক্সবাজার সমিতি, ঢাকার নির্বাহী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, স্থানীয় সরকার অধিদফতরের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।
উক্ত ইফতার অনুষ্ঠানে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জনাব হেলালুদ্দিন আহমেদ কক্সবাজার সমিতির সদস্যবৃন্দের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। শীঘ্রই সমিতির সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী করার ব্যাপারে তিনি আগ্রহ ও নির্দেশনা প্রদান করেন। ইফতার আয়োজনের মূল উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও সহ-সভাপতি মোমিনুর রশিদ আমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
স্বাগত বক্তব্যে মোমিনুর রশিদ আমিন কক্সবাজার সমিতির বর্তমান নেতৃত্বে সমিতির গতিশীলতাকে অভিনন্দন জানান। তিনি আয়োজনের নেপথ্যের সবাইকে ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদকের বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম শীঘ্রই সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে বলে অভিমত ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি হেলালুদ্দীন আহমেদ এর সহধর্মিণী ইসমত শিরীন।
প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আবদুল হান্নান।