নিজস্ব প্রতিবেদক :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডুলাহাজারায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী মিঠাইছড়িতে সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আমির হোসেন ও রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ধারালো কিরিচের আঘাতে আমির গ্রুপের দলনেতা আমির হোসেন মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম টিটিএনকে ১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সেইসাথে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান রফিকুল ইসলাম।