মোজাম্মেল হক:
নিরাপদ সাঁতারের মধ্য দিয়ে জীবন রক্ষা করা এবং হোটেল ও রেস্তোরাঁ মালিকদের মধ্যে ডুবে যাওয়ার ঝুঁকি প্রতিরোধের বার্তা প্রদানের লক্ষ্যে সেন্টার ইনজুরি প্রিভেনশন রিচার্জ বাংলাদেশ – সিআইপিআরবি এর উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে সকল হোটেল মালিকদের সচেতনামূলক বার্তা পৌছানো জরুরি। যা এই কর্মশালার উদ্দেশ্য।
ওয়ার্কশপে সিআইপিআরবি দেয়া বার্তা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবেন বলে জানালেন পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটকদের সমুদ্র স্নানে যাওয়া থেকে শুরু করে উপরে আসা পর্যন্ত নিরাপত্তা নিয়ে তারা কাজ করছে বলে জানান সিআইপিআরবির এই কর্মকর্তা।
ওয়ার্কশপ শেষে সিআইপিআরবি এর সতর্কতামূলক ব্যানার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও ইউনিসেফের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।