নিজস্ব প্রতিবেদক:
টিটিএনের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুর রশিদ মানিকের উপর হামলাকারী ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল রেজাউল রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সংবাদ সংগ্রহ করতে গেলে টিটিএন-এর সিনিয়র রিপোর্টার আব্দুর রশিদ মানিক- কে মারধর করে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল রেজাউল রহমান । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রেজাউল কে প্রত্যাহারপূর্বক সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান। তবে আহত সংবাদকর্মি আব্দু রশিদ মানিকের দাবি এ ঘটনায় মনছুর ও কামাল নামের দুই কন্সটেবলই তাকে বেশী আঘাত করেছে।