স্টাফ রিপোটার, টেকনাফঃ
বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২ (বিজিবি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ২ বিজিবির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারি, টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার খসরু, ২ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন মো. মাসুদ রানা, নয়াপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিব, অপারেশন অফিসার লে: এম মুহতাসিম বিল্লাহ (শাকিল), ১৬ এপিবিএন এর অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম, টেকনাফ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, টেকনাফ থানার অপারেশন অফিসার খোরশেদ আলম। ইফতারের আগে দেশ, দেশের মানুষ ও বিজিবির উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
করোনা ভাইরাস প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় এবারের ইফতার মাহফিল আয়োজন করা হলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত হয়।