নিজস্ব প্রতিবেদক:
আগামী সপ্তাহের যে কোনো দিন টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। ইতোমধ্যে ৫ টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।
বিআইডব্লিউটিএ এর সাগরে চলাচলের পারমিট বা ইনভয়েজ আর রুট পারমিট পেলেই জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহের যে কোনো দিন টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর।
নাফনদীর নাব্যতা সংকট আর সীমান্ত নিরাপত্তাজনিত কারণে ২০২২ সালের মার্চ মাস থেকে এ রুটে জাহাজ চলাচল বন্ধ ছিলো।