নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলে সরকারি পর্যায়ে ইতিবাচক সাড়া মিলেছে। এ নিয়ে নৌ পরিবহন মন্ত্রনালয়ে উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে। সভায় টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলে নীতিগত সিদ্ধান্ত হয়। নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন বিশেষ অতিথি ছিলেন। সভায় অনলাইনে কক্সবাজার প্রান্ত থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি জানান, সকলেই ইতিবাচক সাড়া দিয়েছেন, মন্ত্রনালয়ের কার্যপত্র পেলেই দ্রুত কক্সবাজারে সূধী সমাজসহ সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক করে টেকনাফ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করার ঘোষনা দেয়া হবে। এক প্রশ্নের জবাবে টিটিএনকে জেলা প্রশাসক জানান,নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত সভায় সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবির প্রতিনিধি অংশ নিয়েছেন, তারা ইতিবাচক মতামত দিয়েছেন।
নাফনদীর নাব্যতা সংকটসহ নিরাপত্তাজনিত কারনে এ রুটে ২০২২ সালের ৩০ মার্চ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মন্ত্রনালয়ের কার্যপত্র তথা সভার রেজুলেশন পাওয়া মাত্র কক্সবাজার জেলা প্রশাসন এ বিষয়ে ঘোষনা দেবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে মন্ত্রণালয়ের রেজুলেশন পাওয়া গেলে শুক্রবার থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে।