মোহাম্মদ নোমান, টেকনাফ :
ছয় শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন পৌঁছালো পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি রাজহংস।
শুক্রবার (১৩ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে দ্বীপের জেটি ঘাটে জাহাজ দুটি দ্বীপে পৌঁছায়। সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ দুটি যাত্রা করে।
দ্বীপে পৌঁছে উচ্ছ্বসিত পর্যটকরা বলেন, নিরাপদে পৌঁছেছি, কোনো সমস্যার সম্মুখীন হয়নি। দ্বিধাগ্রস্ত ছিলাম জাহাজ চালু হবে কিনা, চালু হওয়ায় সুবিধা হলো আমাদের।
ট্যুরিস্ট পুলিশে এক কর্মকর্তা জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন তারা।
২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়। সাড়ে ৯ মাস পর খুললো এই নৌরুট।