নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙালি।
অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এবং উপজেলা আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ, টেকনাফের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কায়ছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার, সাবেক সভাপতি সোলতান মাহমুদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, ‘ শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছেন এবং যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ করে কাজ করবে ছাত্রলীগ।
জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙালি তার বক্তব্যে বলেন, ‘ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগের ব্যাপক ভূমিকা ছিল। তারই ধারাবাহিকতায় আগামীতে নৌকা এবং স্মার্ট বাংলাদেশের পক্ষে যেন একটি গণজোয়ার তৈরি হয় সে লক্ষ্যে ছাত্রলীগ কে কাজ কারার আহবান জানান।’
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রামে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সমুন্নত রেখে আগামীতেও অতীতের মতো ভূমিকা রাখতে হবে। ’