মো: শাহীন,টেকনাফ:
টেকনাফে অভিযান চালিয়ে ২৬ জন মালয়েশিয়াগামী নারী-পুরুষ ও শিশু সহ ৫ দালালকে আটক করেছে পুলিশ।
আটককৃত ৫ দালাল হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মানব পাচারকারী দালাল মো: শফিকের স্ত্রী সাবেকুন্নাহার (২৩), একি এলাকার মৃত মমো: ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০),টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার মো: সালামের ছেলে জাহেদ হোসেন (২৯),একি এলাকার মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহিম(৩৫), কক্সবাজার কুতুপালং ৩নং ক্যাম্প বি ব্লকের বাসিন্দার মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম বলেন,বুধবার রাত ১১ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মানব পাচারকারী দালাল শফিকের বসত ঘরে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। তার মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশু রয়েছে। দালাল দলের সদস্যরা ভিকটিমকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর আগে প্রস্তুতির সময় অভিযান চালিয়ে এসব মালয়েশিয়াগামী ভিকটিমদের উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মানবপাচারকারী দালাল শফিকের বাড়ি থেকে
জড়িত শফিকের স্ত্রীসহ ৫ জনকে আটক করা হয়। ভিকটিমদের নিকট হতে ৪২ হাজার ৫০০ টাকা এবং ১টি কাপড় ভর্তি ট্রলী জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমরা হলেন, কক্সবাজার পৌরসভার পাহাড়তলী বাচামিয়া ঘুনার মৃত আয়াত উল্লাহ ছেলে শাহামিম (৭),কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমেরর ছেলে মোঃ রফিক (১৬), একই ক্যাম্পের সুলতান আহাম্মদের ছেলে মোঃ রিয়াজ (১৮),করিম উল্লাহর ছেলে আবদুল্লাহ (১৯), আজিম উল্লাহর ছেলে শাহ আলম (১৭),আমির হোসেনেরর ছেলে কোরবান আলী (১৮), মো: হাবিব আহাম্মদের ছেলে ছমিরা (১৯), মোঃ ইসমাইল এর ছেলে ইয়াছমিন (১৯), সৈয়দ আহমদের ছেলে নজির আহম্মদ (৩৬),কালা মিয়ার ছেলে নুর কুদ্দুস (২৩), মৌঃ নজির আহম্মদের ছেলে মোহাম্মদ জোহার (১৭),সৈয়দুল আমিনের ছেলে মোঃ ইয়াসিন (১৩),আবুল কাসিমেরর ছেলে আবদুর রশিদ (২৯), ইমান হোসেনের ছেলে নাছির উদ্দীন (২০),আবদুল মাজেদেরর ছেলে আনোয়ার ইব্রাহিম (১৮), উখিয়া হাকিম পাড়ার ইসমাইলের ছেলে মোঃ জাকের (১৯), জামতলি ক্যাম্পের নুর আহাম্মদের ছেলে মোঃ ইমরান (১৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পের মৃত সালা উদ্দীনের ছেলে মোঃ বনি (২২), জাদিমুড়া শালবাগান ক্যাম্পের আবদুল হাছনের ছেলে মোঃ আয়াছ (১৪),লেদা লামার পাড়ার নুর মোহাম্মদের ছেলে ওসমান গণি (১৯), রশিদের স্ত্রী রমিজা(২৪),মোঃ আমিন (৮), বালুখালী ক্যাম্পের বাসিন্দার মোঃ আলম (৬), নূর সাদিয়া (২), মোঃ ওমর (৩ মাস), মৃত আয়াত উল্লাহ ছেলে তসলিমা (২৬)
তিনি বলেন, আটক ৫ দালাল এবং উদ্ধার ভিকটিমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গত ৭ দিন যাবৎ উক্ত মানব পাচার চক্রটিকে আটক করার জন্য বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হয়।