মোঃ শাহীন,টেকনাফ:
টেকনাফ থানা পুলিশের উদ্যোগে নির্মিত গৃহহীন ঘর পেয়েছেন ৭০ বছরের আহমদ হোছন নামে এক বৃদ্ধ। সোমবার সকালে গণভবন থেকে সারাদেশের মতো ভার্চুয়ালি তার বাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ এপ্রিল মঙ্গলবার টেকনাফ সদর ইউনিয়নের খোংকার পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন উখিয়া-টেকনাফ সার্কেল (অতিরিক্ত) পুলিশ সুপার শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান,ওসি তদন্ত আব্দুল আলীম, অপারেশন অফিসার খোরশেদ আলম, উপ-পরিদর্শক আব্দুল বাতেন, উপ-পরিদর্শক সাজ্জাদ সজীব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদ প্রমুখ।
জানা যায়, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীনকে বাড়ি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আহমদ হোছন একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে টেকনাফ থানা পুলিশ। এতে রয়েছে রান্নাঘর, টয়লেট, টিউবওয়েল।
উপকারভোগী আহমদ হোছন বলেন, আমি অনেকদিন যাবত পরিবার নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে জীবন যাপন করতাম। এই অসময়ে সময় পুলিশ অভিভাবকের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। টেকনাফ থানা পুলিশ জায়গা কিনে আমাকে যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টেকনাফ থানার ওসি মো: হাফিজুর রহমানসহ থানার সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
টেকনাফ থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর ‘সকলের জন্য আবাসন’ প্রকল্পে যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ শুরু করে। এ কর্মসূচির আওতায় টেকনাফ থানায় একটি ঘর তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সময়ই মানবিক কাজগুলো করে থাকে। আমরা সব সময় জনগণের খুব কাছেই থাকতে চাই।