টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের নোয়াখালীপাড়া এলাকা থেকে একজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বলেন, গত ২৫ এপ্রিল র্যাব-১৫ অভিযোগের ভিত্তিতে জানতে পারে ভিকটিম শফিকুল আলম (৪২) গত ২৩ এপ্রিল ব্যবসার কাজে ঢাকা থেকে কক্সবাজার আসে। কতিপয় অপহরণকারী তাকে অপহরণ করে নির্জন জায়গায় আটকিয়ে রেখে তার পরিবারের সদস্যদের ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বিষয়টি সিপিসি-১, টেকনাফ র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী কাছে অবগত হয়ে র্যাবের একটি আভিযানিক দল রাত ১১টার সময় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে ভিকটিম শফিকুল আলম’কে উদ্ধার করে। ভিকটিমকে উদ্ধার করার পর তিনি জানান গত ২৩ এপ্রিল কতিপয় অপহরণকারী তাকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকার পাহাড়ের নির্জন স্থানে আটকে রাখে। পরবর্তীতে তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে ফোন করে মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন সময় তাকে শারিরিকভাবে নির্যাতন করা হতো।
তিনি বলেন, উদ্ধার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।