মোঃ শাহীন, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২। দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৫০ জন দুস্থ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ২০২২) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ প্রণয় রুদ্রসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক নানা ধরনের পরামর্শ মূলক আলোচনা করেন। জনগনকে নিয়মিত পুষ্টি কর খাবার গ্রহন করার জন্য অনুরোধ করা হয়।পুষ্টি সপ্তাহ উপলক্ষে কমিউনিটি ক্লিনিকে সাধারণ জনগণের সেবা প্রদানের জন্য নজর দেওয়া এবং দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে বলে জানান।
টিটিএন /এসএইচএম