নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে।
৭ জানুয়ারি সকাল থেকে সন্ধা পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
টেকনাফ মাদকদ্রব্য বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের এবং পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
মোস্তফা জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে হবে জানিয়েছেন।
আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর বাসিন্দার জাফর আলমের ছেলে সৈয়দ নুর(৩০), টেকনাফ পৌরসভা কায়ুকখালী পাড়া এলাকার মৃত মোজাহারুল হকের ছেলে মো: সোহেল(৪১), টেকনাফ পৌরসভা ৬ নং ওয়ার্ড ডেইল পাড়া এলাকার সমছুল আলমের সমশুর ছেলে মোঃ শফিক(১৯), একই এলাকার আলতাজ আলমের ছেলে আল শাহাদাত প্রকাশ সাদেক(২৫),