নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড গুলিসহ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটক রোহিঙ্গা যু্বক হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দার মোঃ মনি প্রকাশ মনু খলিফার ছেলে আক্তার ফারুক(২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম বলেন, গতকাল রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদে মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে নয়াপাড়া মোচনী শরনার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশের গেইটের সামনে ব্রীজের সাথে পাকা রাস্তার উপর থেকে আক্তার ফারুক নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।