নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে টেকনাফের হ্নীলার নুরালীপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা ১২টায় কক্সবাজারের র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়ে র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আটক মোক্তার হোসেন দীর্ঘদিন যাবত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলো এবং বিশেষ কিছু সন্ত্রাসী গ্রুপের সাথে তার সম্পৃক্ততা রয়েছে।
আটক মোক্তার হোসেন হ্নীলার লেদা পশ্চিমপাড়া এলাকার নুর আলীর ছেলে।
র্যাব-১৫ অধিনায়ক এসময় আরো জানান, অভিযানে ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি থ্রি-কোয়ার্টারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা নুরালীপাড়ার পাহাড়ী এলাকা থেকে মোক্তার হোসেনকে আটক করা হয়।