তানভীর শিপু:
এটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ী এলাকা। পাখির চোখে দেখা যাবে এখানে গহীন অরণ্য। এখানেই গেলো রোববার অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে ৮ বাংলাদেশীকে। যাদের উদ্ধার করা যায়নি অপহরণের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও।
অপহরণকারীরা রোহিঙ্গা কিনা তেমন কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত না করলেও, অপহরণের শিকার ব্যক্তিদের স্বজনরা জানান মুক্তিপণ দাবি করে মুঠোফোনে কথা বলা অপরপ্রান্তের ব্যক্তিদের রোহিঙ্গাদের কথ্য ভাষার মিল রয়েছে।
তবে পুলিশ বলছে গত দিনের বিশেষ টিমের সাথে নতুন করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এদিকে অপহরণের শিকার হওয়া ভুক্তভোগীদের স্বজনরা দিন পার করছে উদ্বেগ উৎকন্ঠায়।
একের পর এক অপহরণের ঘটনায় ভীতিকর অবস্থায় দিন পার করছে স্থানীয়রা। টেকনাফের বিভিন্ন গহীন অরণ্য যেনো এখন অভয়ারণ্যে পরিণত হয়েছে অপহরণকারীদের।