সংবাদ বিজ্ঞপ্তি :
গেলো কিছু দিন ধরে দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) লগো, কয়েকটি কাভার ফটো ব্যবহার করে ভুয়া কিছু ফেইসবুক পেইজ খোলা হয়েছে। যেখানে টিটিএন কর্তৃপক্ষের অজান্তে কে বা কারা পেইজগুলো পরিচালনা করছে এবং কখনো কখনো টিটিএনের পেইজে প্রচারিত নিউজও আপলোড দেয়া হচ্ছে। এসব পেইজের সাথে টিটিএনের কোনো সম্পর্ক নেই এবং এই পেইজগুলোর দায়িত্ব বা কোনো ধরণের দায় টিটিএন নেবে না। সেইসাথে এসব পেইজ পরিচালনাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে।