মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে টমটম সমিতির ওয়াবিলের টাকা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার ও আওয়ামী লীগ নেতা মাস্টার এনামুল করিমসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বা ঘোনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছোট মহেশখালীতে টমটম সমিতির ওয়াবিলের টাকা উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে একপক্ষে স্থানীয় চেয়ারম্যান রিয়ান সিকদার ও অপর পক্ষে গত ইউপি নির্বাচনে রিয়াল সিকদারের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাস্টার এনামুল করিম অবস্থান নেয়। তাদের মধ্যে টমটমের টাকা উত্তোলনের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে বলে জানায় সূত্র।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে মহেশখালী থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় টমটমের ওয়াবিলের টাকা উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টমটমের ওয়াবিলের নামে টাকা উত্তোলনকারী সমিতির লাইসেন্স কিংবা অনুমতি রয়েছে কিনা এই বিষয়ে তৎসংশ্লিষ্ট টমটম সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।