শাহেদ হোছাইন মুবিন :
বৈরী আবহাওয়ার কারনে সাগরের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে টুরিস্ট পুলিশ বাক্সের মতো করে লাবনী পয়েন্ট থেকে উত্তরে সমিতিপাড়া পর্যন্ত ২ কিলোমিটার সৈকতে সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন।
বুধবার থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে কূলের কাছাকাছি। ফলে বালু সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো সৈকত।
ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে একাজ করা হচ্ছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ।
এদিকে ভাঙ্গন পরিদর্শনে আসে কক্সবাজার জেলা প্রশাসনের একটি টিম। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান তড়িৎ মেরামতের কথা জানান।
প্রতিনিয়ত সাগরের বালিয়াড়িতে গড়ে উঠছে স্থাপনা। পর্যটক এবং স্থানীয়দের দাবি প্রকৃতির প্রতি মনুষ্য সৃষ্ট এসব আগ্রাসনও বন্ধ করতে হবে।