নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শুরু হবে এ ইজতেমা।
তাবলীগ জামায়াতের উদ্যোগে লিংক রোড আল বয়ান ইন্সটিটিউটের পাশের মাঠে অনুষ্ঠিত হবে এ ইজতেমা।
যেখানে থাইল্যান্ড,শ্রীলংকা,সৌদিআরবসহ ৭ টি দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিবেন। আয়োজকেরা বলছেন প্রায় ২ লক্ষ মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে এই ইজতেমা। ইজতেমায় কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে পানি সরবরাহসহ সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বুধবার লিংকরোডের ইজতেমাস্থল পরিদর্শনকালে তিনি একথা জানান।