তানভীর শিপু:
টেকনাফের হ্নীলায় প্রাণ আমের জুস পানকরে ৬ শিশু সহ ৮ জন অসুস্থ হয়ে পড়েছে
রবিবার রাতে হ্নীলার পশ্চিম সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া স্বজনেরা বলছে,এক আত্নীয় ৪ টি জুস নিয়ে তাদের বাড়িতে আসে।জুস পান করার পর পরই তারা অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্বজনেরা তাদের প্রথমে টেকনাফের আইও এম হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবণতি দেখে সেখানকার কতব্যরত চিকিৎসক অসুস্থ রোগীদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে অসুস্থ ৬ শিশুসহ বাকীীরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জুস পান করে হাসপাতালে ভর্তিকৃতরা হলো
রানিয়া, রাফিয়া,নাজমা, রামিন,নাছিমা, সেলিনা,জিসান, শাওন।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক জানান, রোগীরা অনেকটা শংকামুক্ত। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।