নেছার আহমেদ:
কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রামুর হিমছড়িতে পর্যটকবাহী জীপ উল্টে এক পর্যক নারী নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের ৬ জন। রাত ১০টায় ইনানী থেকে কক্সবাজার আসার পথে দ্রুত গতির জীপটি পুলিশ ফাড়িঁর চেক পোষ্টে এসে উল্টে যায়।
হিমছড়ি ফাড়ির পুলিশ স্থানিয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত এই নারী পর্যটক কে মৃত ঘাষনা করে কর্তব্যরত চিকিৎসক।
গাড়ীর চালক হিমছড়ি পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে। গাড়ীটি জব্দ করা হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হিমছড়ী পুলিশ ফাড়ির আইসি হিমেল রায় বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন।