নিজস্ব প্রতিবেদক:
এক ইউপি সদস্যকে অপহরণ ও হত্যার চেস্টার দায়ে কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
বুধবার (২২ জুন) কক্সবাজারের চিফ জুডিশিয়াল মেজিসট্রেট আলমগীর মোঃ ফারুকীর আদালতে এই চার্জ গঠন হয়।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডঃ ফরিদুল ইসলাম জানিয়েছেন, ২০১৫ সালে রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ হামজাকে অপহরণ ও হত্যা চেস্টার মামলায় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
এই মামলায় এখন বিচার কাজ শুরু হবে।
চার্জ গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে জাহাঙ্গীর কবির চৌধুরী টিটিএনকে জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন, আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন।
একইসাথে বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের দারস্থ হবেন বলে জানান।