কাব্য সৌরভ-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কক্সবাজারের সন্তান বিশিষ্ট নাট্যকার কাওসার চৌধুরী। তার নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বধ্যভূমিতে একদিন’ সেরা প্রামাণ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনীত হওয়ায় জাতীয় চলচিত্র পুরস্কার ২০২১ জিতেছেন এই গুণী নাট্যকার।
বুধবার (০১ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন সমুদ্র শহরের নাট্য ব্যক্তিত্ব কাওসার চৌধুরীও।
জাতীয় পর্যায়ের এই প্রাপ্তি অর্জনে নিজের প্রতিক্রিয়া জানিয়ে টিটিএনকে কাওসার চৌধুরী বলেন “বধ্যভূমিতে একদিন চলচ্চিত্রের জন্য পাওয়া এই পুরস্কার আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং প্রত্যাশার। পুরষ্কার প্রাপ্তিতে এই প্রামাণ্যচিত্রের নির্মাণ-দল আবেগে আপ্লুত এবং একই সঙ্গে সম্মানিত বোধ করছে। কিন্তু এই পুরষ্কার আমাদের একার নয়। এই পুরষ্কার-একাত্তরের ৩০ লাখ শহীদের; ২ লাখ বীরাঙ্গণার। বাংলাদেশের নিলফামারী থেকে টেকনাফ পর্যন্ত ১৪৮টি বধ্যভূমিতে যারা নিজেদের না-বলা কথা বলেছেন; মুক্তিযুদ্ধকালে গণহত্যার নির্মম ইতিহাস তুলে ধরেছেন, মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসার কথা বর্ণনা করেছেন এই প্রামাণ্যচিত্রে- এই পুরষ্কার তাঁদের।”
দেশের এই গুণী চলচ্চিত্র নির্মাতা কক্সবাজারের মাতারবাড়ির সন্তান। ‘কাওসার চৌধুরীর’ এই অর্জনের সংবাদে উচ্ছসিত তার জন্মভূমি মাতারবাড়ি ও কক্সবাজারের মানুষ।