নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমিতির আজীবন সদস্য, মহেশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট নাট্যকার কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘বধ্যভূমিতে একদিন’ সেরা প্রামাণ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ জিতেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে।
‘বধ্যভূমিতে একদিন’- জাতীয় পুরষ্কার অর্জন করায় প্রতিক্রিয়ায় কাওসার চৌধুরী বলেছেন, “এই পুরস্কার আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং প্রত্যাশার। পুরষ্কার প্রাপ্তিতে এই প্রামাণ্যচিত্রের নির্মাণ-দল আবেগে আপ্লুত এবং একই সঙ্গে সম্মানিত বোধ করছে। কিন্তু এই পুরষ্কার আমাদের একার নয়। এই পুরষ্কার- একাত্তরের ৩০ লাখ শহীদের; ২ লাখ বীরাঙ্গণার। বাংলাদেশের নিলফামারী থেকে টেকনাফ পর্যন্ত ১৪৮টি বধ্যভূমিতে যারা নিজেদের না-বলা কথা বলেছেন; মুক্তিযুদ্ধকালে গণহত্যার নির্মম ইতিহাস তুলে ধরেছেন, মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসার কথা বর্ণনা করেছেন এই প্রামাণ্যচিত্রে- এই পুরষ্কার তাঁদের।”
কক্সবাজার সমিতি কাওসার চৌধুরীর এই অর্জনে গর্বিত, আনন্দিত ও সম্মানিত বোধ করছে। কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় কাওসার চৌধুরীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়েছে।