রামু(কক্সবাজার) প্রতিনিধি:
রামুতে দুইদিনব্যাপী জাতীয় অন্তেষ্টিক্রিয়ায় চিরবিদায় জানানো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু সারমিত্র মহাথেরোকে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের রামুতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্ম গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার বিকেলে রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার থেকে প্রয়াত সারমিত্র মহাথেরো’র শবদেহ সহযোগে এই শোভাযাত্রাটি বের করা হয়।
পরে এটি রামু চা বাগান, চৌমুহনী ও মৈত্রী বিহার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় প্রজ্ঞামিত্র বনবিহার মাঠে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় অংশ নেন, বৌদ্ধ ধর্মীয় গুরু, বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ এবং সর্বস্তরের মানুষ।
অন্তেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া টিটিএন কে জানান, দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষ হবে আগামীকাল শুক্রবার। উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার মাঠে এই অনুষ্ঠানে থাকছে ঐতিহ্যবাহী আলংনৃত্য, ধর্মীয় আলোচনা সভা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে লাখো পূণ্যার্থী সমাগমের আশা করছেন আয়োজক কমিটি।
গতবছর ২০২২ সালের ১৮ই এপ্রিল প্রয়াত হন বৌদ্ধ ধর্মীয় গুরু সারমিত্র মহাথেরো। তিনি রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি এবং প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ছিলেন। বৌদ্ধরীতি অনুযাত্র দীর্ঘ ৮ মাস তাঁর মরদেহ সংরক্ষণের পর অন্ত্যেষ্টিয়ার আয়োজন করা হয়েছে।