রাহুল মহাজন:
জমে উঠেছে বৃক্ষমেলা। কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যাগে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ২৪জুলাই থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২ আগষ্ট পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ মেলায় দেশী বিদেশী প্রায় দু’শত প্রজাতির বনজ, ফলজ ও শোভাবর্ধন কারী গাছের পসরা সাজিয়েছে বিক্রেতারা। তবে ফলজ গাছ, ছাদ বাগান ও বারান্দায় উপযোগী গাছ বেশী বিক্রি হচ্ছে মেলায়। নার্সারি মালিকরা বলছেন ক্রেতাদের নাগালেই মধ্যে রাখা হচ্ছে দাম।
দীর্ঘ দুই বছর করোনা প্রভাব থাকার কারণে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়নি। ঘুরে ঘুরে দেখার পাশাপাশি পছন্দের গাছ সংগ্রহ করছেন বৃক্ষপ্রেমীরা। শিক্ষার্থী থেকে শুরু করে মেলায় আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম জানান, এবারের মেলায় প্রায় ৪ থেকে ৫ লক্ষ চারার সমাগম হয়েছে। শুরুদিকে বিক্রয় কম হলেও শেষের দিকে বিক্রয় জমে উঠেছে। এবারে প্রায় ৫০ লক্ষ টাকার মত চারা বিক্রয় হব বলে আশা বাদী তিনি।
বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্য শুরু হয় এবারের বৃক্ষরোপণ অভিযান।