বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

চীনে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৩৬

টিটিএন ডেস্ক :

চীনের হেনান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেলে হেনান প্রদেশের আনিয়াং শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে আনিয়াং পৌর কর্তৃপক্ষ।

চীনা গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানির কারখানায় আগুন লাগে।

ভয়াবহ ওই আগুন নেভাতে ও হতাহতদের উদ্ধারে কাজ করেন ৬০ জন ফায়ার সার্ভিসকর্মী ও অন্তত ২০০ উদ্ধারকর্মী। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।

স্থানীয় সরকার জানায়, হতাহতদের পরিবারের সদস্যদের মানসিকভাবে শক্ত রাখতে বেশ কয়েকজন কাউন্সেলর নিয়োগ দেওয়া হয়েছে।

এসব তথ্য ছাড়া এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানানো হয়নি।

চীনে প্রায়ই শিল্প কারখানায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। উচ্চ-প্রতিযোগিতামূলক পরিবেশে কারখানার নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব না দেওয়ায় এসব দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি অনেকের।

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

অপর্যাপ্ত স্টোরেজ, অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব ও জরুরি প্রস্থান দরজা তালাবদ্ধ থাকা এসব দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

সূত্র: জাগোনিউজ২৪.কম

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...