আশরাফুল হাসান রিশাদ:
দুবাই ফেরত অসুস্থ একজন ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় কে বা কারা রেখে চলে গেছে।
ব্যক্তিটি কথা বলতে পারছেনা।পাসপোর্টে তার নাম লেখা আছে নুরুল আলম, ঠিকানা কক্সবাজার।এর বাইরে তেমন কিছু উল্লেখ নাই বলে জানা গেছে। কে বা কাহারা ৩ জানুয়ারী চমেক হাসপাতালে ভর্তি করেছে তাও জানা যায়নি।তিনি দুবাই থাকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন বলে জানা গেছে।অনুমান করা যাচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। কথা বলতে না পারায় তার বিস্তারিত জানা যায়নি।
তার সাথে দুবাইয়ের চিকিৎসা পত্র ও ঔষধ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৩ নং ওয়ার্ডের ১৪ নং বেডে তিনি ভর্তি আছেন। স্বজনদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।