সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া:
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অংশে দুইদিনে এক মোটরসাইকেল আরোহী,এক চাকুরীজীবী এবং কালবৈশাখী ঝড়ে সময় বাতাসে একজন সহ তিনজনের মৃত্য হয়েছে।
হারবাং লালব্রীজ সংলগ্ন এলাকায় পাজারো গাড়ীর ধাক্কায় মনির আহমদ (৭৫)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা।নিহত মনির হারবাংএ একটি হ্যাচারিতে অর্থ ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।শনিবার ২১মে সকাল সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী’রা জানান,দোকানে চা খেয়ে রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম দিক থেকে আসা একটি কালো রংয়ের পাজারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে ধাক্কা দিলে সে কাঁদে পড়ে
গুরুতারু আহত হয়,পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একইদিন সকাল ১০ টার দিকে হারবাং এলাকায় গাছে চাপায় আব্দু শুক্কুর(৪২)নামের আরো এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হারবাং দুই নং ওয়ার্ড এলাকার নরুল হোসাইনের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে শনিবার সকালে কালবৈশাখী ঝড় চলাকালীন সময়ে নিহত আব্দু শুক্কুর বাড়ির বাহিরে ছিল।ওই সময় হঠাৎ প্রচণ্ড বাতাসে একটি গাছ ভেঙ্গে তার গায়ের উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার ২০ মে দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী পিকআপের ধাক্কায় ইমদাদ হোসেন ছোটন (৩২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ছোটন রাজধানী ঢাকা উত্তর খান এলাকার ওহিদুর রহমানের সন্তান। তারা গত সোমবার ৭ বন্ধু মিলে ৬ টি মোটরসাইকেল যোগে বেড়াতে আসছিল,শুক্রবার ঢাকা ফেরার পথে হারবাং বুড়ির দোকান এলাকায় এ দূর্ঘটনার শিকার হয় সে।
নিহতের বন্ধু জানান,পণ্যবাহী পিক-আপ টি প্রচন্ড বেগে আসছিল। নিহত ইমদাদ আমাদের সবার সামনে ছিল, তার মোটরসাইকেলে পিকআপটি ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়,পরে সে নিহত হয়।
মহাসড়কে দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরর্শেদুল আলম জানান, ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে,পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।