সাইফু্ল ইসলাম সাইফ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করা হয়।
সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এঘটনা ঘটে।
জানাগেছে নিহত ব্যবসায়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের পুত্র।
স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের এই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ তার ব্যবসা চালিয়ে আসছিলেন।
সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ি লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা
করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: ওসমান গণি জানান, ঘটনাটি খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।